Business News

বহুজাতিক কোম্পানি: সবচেয়ে কম পিই রেশিও গ্রামীণফোনের

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে কম সার্বিক মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে গ্রামীণফোনের। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১০ পয়েন্টে। অন্যদিকে সবচেয়ে বেশি পিই রেশিও রয়েছে হাইডেলবার্গ সিমেন্টের। কোম্পানিটির পিই রেশিও রয়েছে ৬৪৩.৭ পয়েন্ট। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, পুঁজিবাজারে যে কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে বিনিয়োগ করা হয় তার মধ্যে মূল্য আয় অনুপাত (পিই রেশিও) একটি।আর এই পিই রেশিও যখন নিরাপদ অবস্থানে থাকে তখন বাজারে বিনিয়োগের উপুক্ত পরিবেশ থাকে। পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিঙ্গার বিডির পিই রেশি ১২.৫ পয়েন্ট, ম্যারিকোর ১৬.৬ পয়েন্ট, লিন্ডেবিডির ১৬.৮ পয়েন্ট, আরএকে সিরামিকের ১৭.৭ পয়েন্ট, বিএটিবিসির ১৯.৪ পয়েন্ট, বাটা সু’র ২১.২ পয়েন্ট, গ্লাক্সোস্মিথকালাইনের ২৮.৯ পয়েন্ট, লাফার্জহোলসিমের ৩০.১ পয়েন্ট,রেকিট বেনকিজারের ৩১.৮ পয়েন্ট এবং বার্জার পেইন্টসের ৩১.৫ পয়েন্টে অবস্থান করছে।

Source: Arthosuchak, 12.01.2020

Link: http://www.arthosuchak.com/archives/553953/%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%80%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%b6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be/