আগামী ১ ফেব্রুয়ারি একীভূত (Merged) হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের দুই কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড এবং বিএসআরএম স্টিল মিলস লিমিটেড। জানা যায়, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ একীভূতিকরণের (Merger) সিদ্ধান্ত নেয়। পর্ষদের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই বিষয়ে সম্মতি চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্ট কোম্পানি দুটিকে একীভূত হওয়ার অনুমতি দেয়। পরবর্তীতে শেয়ারহোল্ডারদের সম্মতি জানাসহ অন্যান্য আইনী প্রক্রিয়া সম্পন্ন করে কোম্পানি দুটি। এর প্রেক্ষিত আজ কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভায় ১ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে একীভূতকরণের বিষয়টি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড বিএসআরএম গ্রুপের প্রধান কোম্পানি। বিএসআরএম স্টিল মিলস লিমিটেড হচ্ছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের যোগী প্রতিষ্ঠান (Subsidary Company)। বিএসআরএম স্টিল মিলসের ৪৪ দশমিক ৯৭ শেয়ারের মালিক বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড। মূল কোম্পানিতে একীভূত হওয়ার পর পুঁজিবাজারে বিএসআরএম স্টিল মিলস নামে কোনো কোম্পানি থাকবে না।
Source: Share News 24, 20-01-2021
Link: https://www.sharenews24.com/article/30716/index.html