আইসিবি এএমসিএল ইউনিট ফান্ড এবং বাংলাদেশ ফান্ডের ট্রাস্টি হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছে আইসিবি এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। তাই এই ফান্ড দুটির ট্রাস্টিশীপ পরিবর্তন করে নতুন কোন স্বাধীন ট্রাস্টির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার বিএসইসি’র ৭৭৬তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
আইসিবি এএমসিএল ইউনিট ফান্ড এবং বাংলাদেশ ফান্ড দুইটি আইসিবি এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট পরিচালনা করে। বিনিয়োগকারীদের স্বার্থে ফান্ড দুইটির পরিচালনা থেকে আইসিবি এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে অব্যাহতি প্রদানপূর্বক অন্য কোনো স্বাধীন ট্রাস্টির নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। ফান্ড দুইটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে আইসিবি’রই সাবসিডিয়ারি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
Source: Share News 24, 08-06-2021
Link: https://www.sharenews24.com/article/35593/index.html