পুজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২২টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ১৯টি কোম্পানি ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। এরমধ্যে করোনাকালেও ১৩টি কোম্পানির মুনাফা বেড়েছে। বাকি ৬টির মধ্যে মুনাফা কমেছে ৫টির এবং ১টির লোকসান বেড়েছে। মুনাফা বৃদ্ধি পাওয়া ১৩ কোম্পানি হলো- অ্যাসোসিয়েট অক্সিজেন, বারাকা পাওয়ার, ডরিন পাওয়ার, ইস্টার্ন লুব্রিকেন্টস, এনার্জিপ্যাক, জিবিবি পাওয়ার, খুলনা পাওয়ার, লুব-রেফ (বাংলাদেশ), এমজেএল (বাংলাদেশ), পাওয়ার গ্রিড, সামিট পাওয়ার, তিতাস গ্যাস, শাহাজীবাজার পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার।
অন্যদিকে, গত বছরের তুলনায় আয় কমেছে ৫টির। কোম্পানিগুলো হলো- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই, এনার্জিপ্যাক পাওয়ার, যমুনা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং পদ্মা ওয়েল। আর লোকসানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির। কোম্পানিগুলোর মধ্যে নতুন কোম্পানি রয়েছে ৩টি-অ্যাসোসিয়েট অক্সিজেন, লুব-রেফ ও এনার্জি প্যাক পাওয়ার। নতুন তিন কোম্পানির মধ্যে আয়ে চমক দেখিয়েছে লুব-রেফ। কোম্পানিটির আয় বেড়েছে ৮০ শতাংশ। অন্যদিকে, অ্যাসোসিয়েট অক্সিজেনের আয় ১৫ শতাংশ বাড়লেও এনার্জি প্যাক পাওয়ারের আয় কমেছে ৪৫ শতাংশ।
Source: Share News 24, 17-06-2021
Link: https://www.sharenews24.com/article/35995/index.html