Business News

আর.এন স্পিনিং জেড ক্যাটাগরিতে

বস্ত্র খাতের কোম্পানি আর.এন স্পিনিং মিলস এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নেমে গেছে। প্রায় ৬ মাসের বেশি কোম্পানিটির উৎপাদন বন্ধ থাকায় জেড ক্যাটাগরিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্র জানায়, আগামীকাল ১০ অক্টোবর থেকে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেন করবে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে কোনো প্রকার ঋণ সুবিধা দেওয়া যাবে না।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে আর.এন স্পিনিংয়ের কারখানায় আগুন লাগার পর থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। কুমিল্লা ইপিজেডে কারখানায় আগুনে বেশির ভাগ মেশিনারিজ নষ্ট হয়ে গেছে। কারখানায় ক্ষয় ক্ষতি নিরূপনে কাজ চলছে। সব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রায় ২ বছর সময় লাগবে বলে কোম্পানিটি জানিয়েছিল।

পুঁজিবাজারে ২০১০ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৯২ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ৩৯ কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৮৩৪ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৬ দশমিক ৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৩৮ শতাংশ, সাধারন বিনিয়োগকারীদের কাছে ৫০ দশমিক ৯২ শতাংশ শেয়ার আছে।

Source: Arthosuchak, 10.10.2019

Link: http://www.arthosuchak.com/archives/532346/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af-2/